৪ নভেম্বর ২০২৫

পারকি সৈকত পরিদর্শন করেছেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। দেশের পর্যটন স্পটগুলোর প্রতি দেশী বিদেশী পর্যটকদের আকর্ষণ বাড়াতে নেয়া হচ্ছে নতুন আধুনিক সব প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের পর্যটন শিল্পের মান অনেক উন্নত হবে। ফলে পর্যটন খাতের আয় দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্য অবদান রাখবে।

রবিবার (২৩ জুলাই) সকালে আনোয়ারা উপজেলার পারকী সৈকতের নির্মানাধীন পর্যটন কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের পর চট্টগ্রামে পর্যটকদের প্রথম পছন্দ পারকী সৈকত। তবে এই সৈকতে সুযোগ সুবিধা ছিল অত্যন্ত কম। বর্তমানে নির্মানাধীন পর্যটন কমপ্লেক্সটি চালু হলে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। করোনা, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে পর্যটন কমপ্লেক্সের কাজে ধীর গতি এসেছে। পারকিতে ট্যুরিষ্ট পুলিশের ব্যবস্থা করা হবে। এছাড়া সব ধরনের সৌন্দর্য বর্ধণ এবং নিরাপত্তার জন্য কাজ করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার, ট্যুরিষ্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, আনোয়ারা উপজেলা আঃ লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন