বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ মহিউদ্দিন (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব কাটগড় এলাকায় নির্মাণাধীন রেল লাইনের পাশে পরিত্যক্ত একটি ঘরে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব কাটগড় রোয়াজার বাপের বাড়ির নুর মোহাম্মদের ছেলে। তিনি ট্রাক চালকের হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মা-বাবার সঙ্গে মহিউদ্দিনের কোন যোগযোগ নেই। মহিউদ্দিন পূর্ব কাটগড় এলাকায় বসবাস করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।













