৮ ডিসেম্বর ২০২৫

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামে দর্জির আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় মো. দোলোয়ার হোসেন (২২) নামে এক দর্জি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মো. দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সোনাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি দর্জির দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার (৬ মে) সকালে মাস্টারপুল বউ বাজার এলাকার জোস মোহাম্মদ বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেনের ভাই মো. দিদার জানান, আমরা দুভাই দর্জির কাজ করি। সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে ভাবি কাজে চলে যান। এরপর ভাইকে কাজে যাওয়ার জন্য অনেক ডাকাডাকি করি। মোবাইলেও ফোন করি। এরপর দরজা ভেঙে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে ওই দর্জি গলায় ফাঁস দেন বলে জেনেছি। সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন