কক্সবাজার প্রতিনিধি »
পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে রোহিঙ্গা এক কিশোরী।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং সতের নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে মঙ্গলবার সন্ধ্যা সাত টার দিকে এ ঘটনা ঘটে।
আত্মহননকারি রাবেয়া বেগম (১৫) উখিয়ার কুতুপালং সতের নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুরুল হকের মেয়ে।
এইচ ব্লকের মাঝি জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে রোহিঙ্গা কিশোরী রাবেয়া মারা যায়। এটি জানার পর পুলিশকে খবর দেয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।
উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার চাইলে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম












