৩০ অক্টোবর ২০২৫

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদানের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত কর্মশালা অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক টিটুন চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:খায়রুল আলম মাটিরাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক,মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন পাটোয়ারী,উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী দিপখীসা চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান ,মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরন জয় এিপুরা, বর্নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আলী আকবর,তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আব্দুল কাদের,তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:হুমায়ন কবির দিন ব্যাপি কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুর মেধার বিকাশ ঘটাতে শিশুদের কে নিজের মত করে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিশুদের শৈশব উন্নয়নে, প্রাক-প্রাথমিক শিক্ষা শিশু লালন পালনে যত্নবান হতে হবে প্রত্যেক পরিবারকে। আর্থ-সামাজিক উন্নয়ন ও সাম্যতা অর্জনের লক্ষ্যে মৌলিক সেবার সুযোগ বৃদ্ধিকরণ এবং তা যথাযথভাবে বিতরন করে মা ও শিশুদের জীবন রক্ষাকারী বিভিন্ন বিষয়ে (পুষ্টি, স্বাস্থ্য ও স্যানিটেশন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে) টেকসই ব্যবহারিক পরিবর্তনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় অন্যান্যের মাঝে পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রকল্প ব্যবস্থাপক কমল কৃষ্ণ এিপুরা, সহকারি প্রকল্প ব্যবস্থাপক প্রগতি চাকমা, গুমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি মিলন এিপুর মেম্বার,সহ সাংবাদিক,জনপ্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন