২৬ অক্টোবর ২০২৫

পালিয়ে যাওয়া করোনা রোগীকে ধরে হাসপাতালে পাঠাল পুলিশ

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর আন্দরকিল্লা মোড়ে পায়চারী করছিলেন হাসপাতাল থেকে পালানো এক করোনা রোগী। দূর থেকে দুই পুলিশ সদস্য তাকে চিনতে পেরে কৌশলে আটকে রাখে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ফেরত পাঠায়। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২৬ মে) রাতে এই ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সোমবার তাকে আমরা হাসপাতালে দেখতে পাই। পরে মঙ্গলবার রাতে আন্দরকিল্লা মোড়ে তাকে দেখে চিনতে পারি।

তিনি জানান, পায়চারী করার সময় তাকে কৌশলে আটকে রাখা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে জেনারেল হাসপাতালে ফেরত পাঠানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন