২৩ অক্টোবর ২০২৫

পাহাড়তলীতে ইম্পেরিয়াল হাসপাতালে আগুন, রক্ষা পেলেন রোগীরা

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে অবস্থিত ইম্পেরিয়াল হাসপাতালে আইপিএস থেকে সৃষ্ট আগুনে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৯ জুন) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়লেও রোগীদের কোনো ক্ষতি হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, “হাসপাতালের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, আগুনে প্রশাসনিক ভবনের নিচতলায় রাখা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন