২৪ অক্টোবর ২০২৫

পাহাড়তলী থানা পুলিশের অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে থানায় লুট হওয়া একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দেশীয় অস্ত্রসহ দুইজন অস্ত্রধারী ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাহাড়তলী থানার এসআই (নি.) হাসান, এসআই শহুদুল আলাম পারভেজ, এএসআই (নি.) বেলাল ও ফোর্সের যৌথ অভিযানে ১ মার্চ ২০২৫, রাত ২টা ৩০ মিনিটের সময় রানী রাস মনিঘাট গোলচত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—মো. মাঈনুর ইসলাম মামুন ওরফে রনি (২০) ও মো. জামাল (২৬)। তাদের কাছ থেকে ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হওয়া ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ১টি টিপ ছোরা, ১টি ফ্যাং ছোরা, ১টি লোহার রড় ও ১টি পুরাতন গামছা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় যাত্রী ও পথচারীদের ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মূল্যবান সামগ্রী লুট করত। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন