চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়ার পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কাঞ্চননগর বাদামতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন। গুইল্দাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি আয়োজিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ি সন্ত্রাসীরা বাগানের মালিকদের নানাভাবে হয়রানি করছে। অপহরণ করে মুক্তিপণ দাবি, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে বাগানে কাজ করতেও ভয় পাচ্ছেন মালিকরা।
বক্তারা আরও বলেন, সম্প্রতি চন্দনাইশের পাহাড়ি এলাকা সিলেনছড়ি থেকে তিনজন পাহাড়ি সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তারা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং তাদের পেছনে থাকা ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম, ইউপি সদস্য আইয়ুব আলী, সম্প্রতি অপহরণের শিকার মোজাম্মেল হক, শহিদুল ইসলাম ও আহমদ হোসেনসহ আরও অনেকে।