বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার মেখলঘোনা পৌরসভার ২ নং ওয়ার্ডে খাস খতিয়ানের দাগের পাহাড় কেটে নির্মাণাধীন পাকা ভবনের কাজ বন্ধ করে দিয়ে ২০ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, হাটহাজারী পৌরসভার মিঠাছড়া মৌজা বি,এস ১নং খাস খতিয়ানভুক্ত ১৮৪ বি,এস দাগের সরকারি জমিতে পাহাড় কেটে অবৈধভাবে দখল করে মো.ওসমান নামের একব্যক্তি পাকা ভবন নির্মান করছেন। ঐ ব্যক্তির বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করি। তবে অবৈধ দখলকারী মো.ওসমান কে পাওয়া যায়নি। কাজের লোক ও পাওয়া যায়নি। উদ্ধারকৃত ২০ শতাংশ জমির মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
অবৈধ দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













