চট্টগ্রামের বাঁশখালীতে গহীন অরণ্যে দেড় বছর বয়সী এক বন্যহাতি শাবকের মৃত্যু হয়েছে। পরে মৃত হাতি শাবকটির স্যাম্পল সংগ্রহ করে পাহাড়ে মাটিচাপা দেয় বন বিভাগ।
শনিবার (৮ জুলাই) সকালে বন বিভাগের সদস্যরা হাতি শাবকের মৃত্যুর খবর পায়। এর আগে, শুক্রবার (৭ জুলাই) রাতে কোনো এক সময়ে উপজেলার চাম্বল এলাকায় দলছুট ওই হাতি শাবকটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদফতরের জলদী রেঞ্জের রেঞ্জার আনিসুজ্জামান শেখ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে হাতি শাবকের মরদেহ উদ্ধার করে। প্রায় দেড় বছর বয়সী শাবকটির মৃত্যুর কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগের একটি দল ময়নাতদন্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে, পাহাড় থেকে পড়ে হাতিটি মারা গেছে। সব আনুষ্ঠানিকতা শেষে ওই এলাকায় হাতিটিকে দাফন করা হয়েছে।’
				












