২৪ অক্টোবর ২০২৫

পাহাড়তলীতে ফেন্সিডিল-গাঁজাসহ র‌্যাবের হাতে যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ আলী হোসেন সুজন (৩৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় নগরীর অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আলী হোসেন সুজন ফেনী জেলার সোনাগাজী থানার আনন্দিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবককে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন