বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকার আল্লাহর দান মঞ্জিল নামে একটি ভবনের ৬ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্ব ওই এলাকায় অভিযান গিয়ে এই নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
তিনি জানান, ওই ভবনের এক নারীর করোনা উপসর্গ দেখা দেওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
‘যেহেতু তিনি ওই ভবনের একাধিক পরিবারে যাতায়াত করেছেন- তাই টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
বাংলাধারা/এফএস/টিএম