২৪ অক্টোবর ২০২৫

পাহাড়বাসীর জন্য শেখ হাসিনার সরকার ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছে; এমপি দীপংকর তালুকদার

আলমগীর মানিক,রাঙামাটি»

পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করলে একটি বিশেষ গোষ্ঠির সহ্য হয়না। তারা প্রতিনিয়তই পার্বত্যাঞ্চলের মানুষদের মাঝে ভূল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্ঠি করে আসছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বুধবার রাঙামাটির লংগদু উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হতে যাওয়া দু’টি মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে এমপি দীপংকর তালুকদার এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ের বাঙ্গালীদেরকে ভোটাধিকার দেওয়া হবেনা,ভোটার করা হবেনা, চাকুরি পাবেনা এমন উষ্কানিমূলক ভূল তথ্যদিয়ে পাহাড়ের সাধারণ জনগণকে বিক্ষুব্ধ করার অপচেষ্ঠা করা হতো। জননেত্রী শেখ হাসিনার সরকারই শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম শুরু করা হয়। এরই মাধ্যমে চাকুরি থেকে শুরু করে ব্যবসা বানিজ্যে পাহাড়ের জনগণ উন্নয়নের মূলস্রোত ধারায় মিশে গেছে। এখানকার মানুষের জন্য বর্তমান সরকার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে।

পাহাড়ের বাসিন্দাদের নিয়ে চক্রান্তকারিদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে মিলে মিশে সকল সম্প্রদায়ের জনগণকে মিলেমিশে থেকে নিজেদের মধ্যে একতাবদ্ধতা বৃদ্ধির আহবান জানিয়েছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে গৃহ নির্মান প্রকল্পে রাঙামাটির লংগুদু উপজেলার চাইল্যাতলী নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা ও হেফজখানা এবং ফোরেরমূখ সাধুর টিলা ইসলামিয়া তাজবিদুল কুরআন নুরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তুর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত কারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য আছমা বেগম, লংগুদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, ৫নং ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন