সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড় সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদারমুক্ত ও উদ্ধার করা পাহাড়ি ভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
শুক্রবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টায় সীতাকুণ্ড সংসদীয়-৪ এলাকা আকবর শাহ থানার কৈবল্যধাম ফিরোজ শাহ হাউজিং সংলগ্ন ১নং ঝিল এলাকায় জেলা প্রশাসনের এই পাহাড় সংরক্ষণ কার্যক্রমে অংশ নেন তথ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বৃক্ষরোপণ অভিযানে ১নং ঝিল এলাকায় বিগত ১৯ জুন পাহাড়ের উচ্ছেদ অভিযানে উদ্ধারকৃত সরকারি জায়গায় পাহাড়ের পাদদেশে মাটি ধরে রাখতে সক্ষম এরকম ১৭০০ টি গাছের চারা রোপণ করা হয়েছে। দেশের ৩৫ টি এনজিও থেকে এ গাছের চারা সরবরাহ করা হয়েছে। জেলা প্রশাসন এ কার্যক্রমে বিভিন্ন এনজিওকে সম্পৃক্ত করেন।
এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আরিফনগর, আকবর শাহ এলাকায় পাহাড়গুলোতে কোন অবৈধ দখলদার, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করতে দেয়া হবে না, সবগুলো উচ্ছেদ করে বনায়ন করা হবে।’ জঙ্গল সলিমপুর, আরিফনগরে বিভিন্ন সরকারী প্রকল্প নির্মাণ করা হবে, যা খুব দ্রুত কার্যকর করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।













