২৮ অক্টোবর ২০২৫

পাহাড় কেটে জরিমানা গুনলেন ৮ লাখ

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর জিইসি এলাকার ব্লোজম গার্ডেনের পেছনে ম্যানোলা পাহাড় কাটার দায়ে একজনকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড় কাটার সময় হাতেনাতে ধরা পড়া জহির উদ্দিন নামে এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ অর্থদন্ডের আদেশ দেন। এর আগে ১২ জুলাই ম্যানোলা পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিত ব্যক্তির নাম- মো. নুরুল আজিম। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাইলেভেল রোডের বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, পাহাড় কাটায় মূল অভিযুক্ত মো: নূরুল আজিমকে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানীতে হাজির হতে নোটিশ প্রদান করা হয়। সে অনুযায়ী এদিন শুনানী শেষে এ আদেশ দেয়া হয়েছে। ক্ষতিপুরণের অর্থ আগামী ৭দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে পাহাড় কাটার সময় হাতেনাতে ধরা পড়ায় কেয়ারটেকার জহির উদ্দিনকে (২৩) ৩(তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন