হাটহাজারী প্রতিনিধি »
প্রবল বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কায় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনাই ত্রিপুরা পাড়ার ৩ নং ওয়ার্ডে ঝুঁকিতে থাকা ৬টি পরিবারের ৩১জন কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
রোববার(৬ জুন) ভারি বর্ষণে পাহাড় ধ্বসের ঝুৃকিঁতে থাকা এসব পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, ‘মনাই ত্রিপুরা পাড়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৬ টি পারিবারকে পাহাড় ধ্বসের শঙ্কায় নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সেই সাথে পরিবেশ ও বৃষ্টি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআর













