৬ নভেম্বর ২০২৫

পিএসজির অভ্যর্থনায় মুগ্ধ মেসি

ক্রীড়া ডেস্ক »

বিশ্বকাপ জয়ের পর এবার ইউরোপের ক্লাব ফুটবল জয় করতে পিএসজিতে ফিরলেন মেসি। ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসানোর পর অবশেষে নিজ ক্লাবে ফিরেছেন লিওনেল মেসি। আবারো পিএসজির হয়ে মাঠ মাতাতে এখন প্যারিসে তিনি।

বুধবার সকালে মেসি ও পরিবারের সদস্যদের বহনকারী বিমান প্যারিসে নামে। এবার প্যারিসে নিজের ক্লাবে ফিরেও পেলেন সংবর্ধনা। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন নেইমারসহ তার অন্যান্য সতীর্থরা। তবে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি।

গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে আসতেই চোখে–মুখে পড়তে দেখা গেল ক্যামেরার ফ্ল্যাশ। স্বাগত জানাতে যারা দাঁড়িয়ে ছিলেন, তাদের সঙ্গে হাসিমুখে হাতও মেলালেন ‘এলএম টেন।’ মেসির আগমন নিয়ে পিএসজির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ৬ সেকেন্ডের ভিডিওতেই মূলত দেখা গেল এসব।

এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, মেসির মাঠে নামার সময় খেলোয়াড়রা সবাই দুই পাশে দাঁড়িয়ে গিয়ে তাঁকে গার্ড অব অনার দিচ্ছেন। মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। মেসির আগমন উপলক্ষে এই দুটি ভিডিও ছাড়াও একাধিক ছবি পোস্ট করেছে তার ক্লাব পিএসজি।

পিএসজিতে মেসিকে স্বাগত জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু ও বর্তমান সতীর্থ নেইমার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই নিজের দল ব্রাজিল বিদায় নিলেও মেসিকে বরণের সময় হাস্যোজ্জল ছিলেন নেইমার।

এসময় উপস্থিত ছিলেন দলের বাকি প্রায় সব তারকাও। তবে ছিলেন না এমবাপে। কারণ মেসি ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই ছুটিতে গেছেন ফরাসি এ তারকা।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর দ্রুত পিএসজিতে ফিরেন এমবাপ্পে। কিন্তু দুই ম্যাচ খেলেই ছুটিতে গেছেন কাতারের গোল্ডেন বুট জেতা ফরাসি এই ফরোয়ার্ড। সঙ্গে নিয়ে গেছেন প্রিয় সতীর্থ মরক্কান মিডফিল্ডার হাকিমিকেও।

মেসি ছুটিতে থাকাকালীন দুটি ম্যাচ খেলেছে ফরাসি জায়ান্টরা। তবে তাকে ছাড়া প্রথমটিতে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হারে পিএসজি।

বিশ্বকাপ জয়ের পর সময়টা উৎসব আর উদযাপনের মধ্যে দিয়ে গেছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা একটু সময় নিয়েই উপভোগ করেছেন তিনি। তার এমন আনন্দের সময়টা কিছুটা হলেও ছাড় দিয়েছে তার বর্তমান ক্লাব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ