ক্রীড়া ডেস্ক »
ঠিকানা বদলাবেন লিওনেল মেসি, নাকি পিএসজির হয়ে চালিয়ে যাবেন খেলা; নানা উড়ো খবরের মাঝে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। লিগ ওয়ানের ক্লাবটিতে নাকি আরও এক মৌসুম থাকবেন আর্জেন্টাইন তারকা।
ফরাসি গণমাধ্যম লো পারিজিয়াঁ বুধবার জানায়, অন্তত ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন ৩৫ বছর বয়সী মেসি। কোনো সূত্রের নাম উল্লেখ না করে তারা লিখেছে, এরই মধ্যে নাকি উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে।
“পিএসজিতে মেসি অন্তত আরও এক মৌসুম থাকবেন, ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপের মাঝামাঝি সময়ে এমন একটি চুক্তি করা হয়েছে।”
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিএসজি কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালে বার্সেলোনা থেকে ২ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। দলটির সঙ্গে তার চুক্তির মেয়াদ চলতি মৌসুম পর্যন্ত।
মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে আশার কথা বারবার বলে আসছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। এ মাসের শুরুতে তিনি বলেছিলেন, ফরাসি ক্লাবটিতে আনন্দে আছেন সময়ের সেরা ফুটবলার। বিশ্বকাপের পর তার সঙ্গে কথা বলবে ক্লাবটি।
বিশ্বকাপ বিরতির পর আগামী বুধবার লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষে খেলবে লিগ টেবিলে শীর্ষে থাকা ফরাসি ক্লাবটি। চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করেছেন মেসি। সতীর্থদের ১৪ গোলে রেখেছেন অবদান।
ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জেতা মেসির প্রাপ্তির খাতায় এতদিন ছিল না বিশ্বকাপ জয়। কাতার বিশ্বকাপ দিয়ে সেই অপূর্ণতা ঘুচে গেছে তার। গত রোববার লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্ব জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।













