কক্সবাজার প্রতিনিধি »
বোতলে ভরে তেলের ট্যাংকিতে নিয়ে অভিনব কায়দায় পাচারকালে কক্সবাজারের রামু বাইপাস থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে রামু-মরিচা সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলম।
আটক ড্রাইভার জহির (৩০) চট্টগ্রামের লোহাগাড়ার কাউয়ারখিল গুইয়াপাড়ার আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় পিকআপ চালক। তার দেখানো তথ্যমতে, তেলের ট্যাংকি কেটে ৬০টি সরিষার তেলের বোতলে রক্ষিত ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিবি) ওসি সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যে খবর আসে কারবারিরা অভিনব কায়দায় তেলের ট্যাংকে ভরে ইয়াবার চালান পাচার করছে। বিষয়টি পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে জানিয়ে তাঁর নির্দেশনায় আমার (সাইফুল আলমের) নেতৃত্বে রামু থানার রামু-মরিচা সড়কের খুনিয়াপালং এলাকায় চেকপোস্ট বসানো হয়। মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে ইনফরমেশন মতে চট্রমেট্রো-ন-১১-৯২৯৮ নম্বরের পিকআপটি জব্দ করে। ডিবি পুলিশ পিকাপে থাকা ড্রাইভার জহিরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তিনি স্বীকার করেন পিকাপের তেলের ট্যাংকিতে ইয়াবা রয়েছে।
ওসি আরো জানান, গাড়িটি রামু বাইপাস এলাকায় এনে স্থানীয় একটি ওয়ার্কসপের মেকানিকের সহায়তায় তেলের ট্যাংকি খুলে এবং গ্রান্ডার মেশিনে কেটে রাত ১টার দিকে ইয়াবা ভর্তি ৬০টি সরিষার তেলের বোতল বের করা হয়। বোতলে রক্ষিত ইয়াবা গুনে ৩৯ হাজার পিস পাওয়া যায়। এসব ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত পিকাপটি জব্দ করা হয়।
ঘটনায় নেতৃত্বদানকারী ডিবির অফিসার ইনচার্জ সাইফুল আলম আরো বলেন, এর আগেও তেলের ট্যাংকে প্লাস্টিক মুড়িয়ে ইয়াবা পাচারের চেষ্টা করেছিল কারবারিরা। কিন্তু এবার বোতলে ভরে আরো অভিনব কায়দায় পাচারের চেষ্টা করা হয়েছিল। তবে, চেকপোস্টে পিকাপসহ মাদক কারবারি দলের সদস্য জহিরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার চক্রে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।













