১০ ডিসেম্বর ২০২৫

পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

কক্সবাজার যাওয়ার পথে পিকআপের ধাক্কায় তানভির জামান (২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভির জামান পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়ির বদিউজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার শিকার হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তানভির জামানকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা রহমত উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ