মিরসরাই প্রতিনিধি »
মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্রুতগতির পিকআপের ধাক্কায় মো. সাহাবুদ্দীন (৭৩) নামে এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। এ সময় সুলতান আহম্মদ (৭০) নামে আরেক বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দীন এর বাড়ি উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামে। আহত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মদের বাড়ি একই ইউনিয়নের হাদিনগর গ্রামে। আহত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির আহম্মদ জানান, বড়তাকিয়া বাজারের বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ধাক্কা দুই মুক্তিযোদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আরেকজন আহত হয়।
স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে দ্রুত বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সর্দি ভাইয়ের বাড়িতে ছুটে যাই। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা একজন মুক্তিযোদ্ধা হারালাম। আইনি প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। এঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।












