কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র শীল বাদি হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নং-১৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে একইদিন সন্ধ্যার দিকে সেই ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে।
ওসি ওসমান গণি জানিয়েছেন, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে রাস্তা পার হতে গিয়ে পিক-আপ চাপায় পাঁচ ভাই নিহত হন। ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলার মালুমঘাট বাজারের দেড়শ গজ উত্তরে নার্সারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় নিহতদের শবদাহ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।













