১০ ডিসেম্বর ২০২৫

পিবিআই অফিসে চুরি, প্রযুক্তির সহায়তায় ধরা খেল চোর

বাংলাধারা প্রতিবেদন :::

২৯ মে নগরীর ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ের গ্রিল কেটে ‍দুটি মোবাইল চুরি করে এক চোর। প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোবাইলের সূত্র ধরে চোর শাহ আলমকে (৩০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ জুন) হালিশহর ঈদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহ আলম গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকার বাসিন্দা। তিনি নগরের হালিশর থানার ঈদগাঁও বৌ বাজার আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

জানা যায়, গত ২৯ মে ভোরে নগরের পাহাড়তলী বার কোয়ার্টার এলাকায় পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের দ্বিতীয় তলার ২০২ নম্বর রুমের জানালার গ্রিল কেটে চোরের দল দুটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। তার কাছ থেকে চুরি করা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা বলেন, প্রযুক্তিগত সহায়তা নিয়ে চুরি হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। সে জানিয়েছে, কমিউনিটি সেন্টারের অফিস ভেবে মূলত মো. শাহ আলম চুরি করতে গিয়েছিল। আগে কমিউনিটি সেন্টার থাকলেও পরে সেখানে যে পিবিআই কার্যালয় হয়েছে, সেটি তার জানা ছিল না।

এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করেছে পিবিআই।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন