৩০ অক্টোবর ২০২৫

পুঁজিবাজারের মন্দা কাটাতে স্ট্যাম্প ডিউটি কমিয়েছে সরকার

বাংলাধারা প্রতিবেদন »

দেশের পুঁজিবাজারকে মন্দা অবস্থা থেকে গতিশীলতায় ফেরাতে সরকার ভেঞ্চার ক্যাপিটালের ওপর স্ট্যাম্প ডিউটি কমিয়েছে।

গত মঙ্গলবার অফিস আদেশ জারি করে অভ্যন্তরীন সম্পদ বিভাগ স্ট্যাম্প ডিউটি ২ শতাংশের পরিবর্তে ০.১ শতাংশ নির্ধারণ করেছে।

অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯ তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কতৃক অনুমোদিত ভেঞ্চার ক্যাপিটাল ট্রাস্ট চুক্তিপত্র নিবন্ধনের ওপর আরোপিত স্ট্যাম্প ডিউটি ডিউটি ২ শতাংশের পরিবর্তে ০.১ শতাংশ নির্ধার্ণ করা হলো। উল্লেখ্য, এটি সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন