হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানি সেচ দিতে নিষেধ করায় মো. বাদশাহ (৪০) নামে এক প্রবাসীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জব্বার আলি চৌধুরী বাড়ির জামে মসজিদের সামনে রওশন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত বাদশাহ ওই এলাকার আলমের বাড়ির মৃত নুর ইসলামের পুত্র। দুই মাস আগে প্রবাস থেকে বাড়ি ফেরেন তিনি। তানিশা নামে তার আট বছরের এক কন্যা ও পাঁচ বছরের সাফিত নামে এক পুত্র সন্তান রয়েছে।
প্রত্যক্ষতরর্শী ও নিহত আত্মীয়রা জানান, নিহতের মালিকানাধীন পুকুর থেকে সেচ দিতে নিষেধ করায় একই এলাকার মাহবুব সওদাগর প্রকাশ লেইঙ্গা মাহবুব নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে। খবর শুনে উপস্থিত লোকজন ও বাড়ির লোকেরা আহতবস্থায় বাদশাহকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। অভিযুক্ত মাহবুব আবারো সেখানে গিয়ে দরজা খোলার জন্য চিৎকার চেঁচামেচি করে। ইট দিয়ে দরজায় আঘাত করতে থাকে। পরে সবার অনুরোধে মাহবুব চলে গেলে বাদশাহকে উনার শ্যালক মো. আলমগীরসহ বাড়ির অন্য সদস্যরা সরকারহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ বলেন, নিহতের বুক, হাত ও পাসহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এদিকে ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের কেউ এখনো আসেনি। আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।