নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীতে পুকুর ভরাটের দায়ে তিন শ্রমিককে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জালালাবাদ উত্তর কুলগাঁও এলাকায় পুকুর ভরাটের সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার কলাপাড়া থানার চাকামায়া গ্রামের মো. জহিরুল ইসলাম (৩৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুরাদনগর গ্রামের মো. সাদ্দাম (২৬) এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার বাহাদুরপুর গ্রামের আক্তারুল (৩৬)। তারা বায়েজিদ এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করেন।
এ ঘটনায় গ্রেফতার তিনজনসহ সাতজনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলাটি দায়ের করেন।
বাকি আসামিরা হলেন, বায়েজিদের জালালাবাদ কুলগাঁও খাজা রোডের মো. জামাল উদ্দিন (৪২), একই এলাকার মো. মোজাম্মেল (৪৩), উত্তর কুলগাঁও এলাকার মো, আজগর হোসাইন (৫৬) এবং একই এলাকার মো. আজম খান (৫০)।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, সকালে পরিদর্শনকালে দেখা যায়, কয়েক জন দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকের মাধ্যমে পুকুরটি ভরাট কাজ চলছে। ট্রাকের মাধ্যমে অন্য জায়গা থেকে মাটি এনে ভরাট করা হচ্ছিল। থানায় খবর দিলে পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে। ট্রাক ড্রাইভারসহ অন্যরা পালিয়ে যান।
তিনি আরো বলেন, কয়েকদিন ধরে পুকুর ভরাট করা হচ্ছিল। পুকুরটির প্রায় ৯০ শতাংশ মাটি ও বালি ফেলে ভরাট করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি













