২৩ অক্টোবর ২০২৫

পুটিবিলা উচ্চ বিদ্যালয় ছুঁয়ে গেল ব্যাচ-২১ এর মিলনে

‘সময়ের ব্যবধান কখনো বন্ধুত্বের উষ্ণতায় ছেদ ফেলতে পারে না’-এই কথাটিকেই যেন আরও একবার প্রমাণ করল লোহাগাড়ার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২১। শনিবার (৫এপ্রিল) এক উজ্জ্বল সকালে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হয় শতাধিক মুখ, যারা একদিন একসাথে শৈশব-কৈশোর কাটিয়ে এসেছিল, আজ আবার একত্রিত হয়েছে স্মৃতির ছোঁয়ায়।

বিদ্যালয় প্রাঙ্গণে সাজ সাজ উৎসবে আয়োজিত হয় পুনর্মিলনী অনুষ্ঠান। এটি যেন শুধুই একটি অনুষ্ঠান ছিল না, ছিল অনুভবের সমাহার, ভালোবাসার পুনর্জাগরণ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মো: নাছির উদ্দীন, যিনি এক উষ্ণ ও আন্তরিক বক্তব্যে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ নাছির উদ্দীন, যিনি এই মিলনের মাহাত্ম্য তুলে ধরেন পরম আন্তরিকতায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আবুল বশর, জনাব মুনির আহমদ এবং বর্তমান শিক্ষক বাবু গোপাল কান্তি বড়ুয়া, জয়নাল আবেদীন, মিনহাজ উদ্দিন, জ্যাতিকা দেবী প্রমুখ।

উপস্থিত ছিলেন আরও অনেক প্রিয় শিক্ষক-শিক্ষিকা, অতিথি এবং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা, যারা সবাই মিলে অনুষ্ঠানটিকে করে তোলেন স্মরণীয়।

অনুষ্ঠানে ছিল কেক কাটা, স্মৃতিচারণ, ছবি তোলা, হাসি-মজার মুহূর্ত ও সবার অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ। কেউ খুঁজছিল স্কুল জীবনের বেঞ্চ, কেউ হাসিমুখে বলছিল ক্লাসরুমের দুষ্টুমির গল্প, আবার কেউ দাঁড়িয়ে পড়ছিল প্রিয় কোনো শিক্ষকের সামনে সম্মান জানাতে।

দিন শেষে সবার চোখে ছিল আনন্দ, কিন্তু মনের গভীরে একটা হালকা বিষণ্নতা—এই সুন্দর মুহূর্ত হয়তো আবার কবে আসবে!

পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ’২১-এর পুনর্মিলনী কেবল একটি আয়োজন নয়, ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্বের এক মাইলফলক।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন