৩০ অক্টোবর ২০২৫

পুলিশের কব্জি বিচ্ছিন্নকারী সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়ায় দায়ের কোপে পুলিশ কনস্টেবলের কব্জি বিচ্ছিন্নের ঘটনার মামলার প্রধান আসামি কবির আহমেদকে (৩৫) গুলিবিদ্ধ অবস্থায় এক সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ মে) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার বড়হাতিয়ার একটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি গগণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য দেয়া হবে বলে জানায় র‍্যাব।

প্রসঙ্গত, গত ১৫ মে লোহাগাড়ার পদুয়া ৯ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় আসামি কবিরকে ধরতে গেলে তার দায়ের কোপে পুলিশ কনস্টেবল মোহাম্মদ জনি খানের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে টানা সাড়ে নয় ঘন্টা অপারেশনের মাধ্যমে কব্জিটি জোড়া লাগানো হয়।

এদিকে ঘটনার দিন রাতে লোহাগাড়া থানার এএসআই মজিবুর রহমান বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। এতে কবির আহমদ ছাড়াও তার স্ত্রী রুবি আকতার ও মা মোস্তফা বেগমকে আসামি করা হয়। আর ঘটনারদিন রাতে রুবিকে পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুন