৮ ডিসেম্বর ২০২৫

পুলিশের সাজানো অস্ত্র মামলায় বেকসুর খালাস সমর চৌধুরী

বাংলাধারা প্রতিবেদন »

অবশেষে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের সাজানো অস্ত্র মামলায় বেকসুর খালাস পেয়েছেন আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী।

বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছে সমর চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।

তিনি বলেন, বোয়ালখালী থানা পুলিশ সমরকে মাদকের তিন মামলা ও এক অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। এরমধ্যে মাদকের তিন মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন দেয়ার পর নিম্ন আদালত তাকে খালাস দিয়েছেন। অস্ত্র মামলায়ও তিন মাস আগে পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। অবশেষে আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।

উল্লেখ্য, সমর চৌধুরীর বাড়ি বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে। গ্রামের লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের সঙ্গে তার কাকা স্বপন দাশের জমি নিয়ে বিরোধ আছে। স্বপন দাশকে আইনগত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছিলেন সমর চৌধুরী।

ওই ঘটনার জের ধরে ‘সঞ্জয় দাশের প্ররোচনায়’ সমরকে গত বছরের ২৭ মে আদালত ভবনের নিচ থেকে বোয়ালখালী থানার এসআই আরিফুর রহমান ও এসআই আতিক উল্লার নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতার করে। পরদিন আদালতে নেওয়ার আগে হাজত থেকে বের করে একটি টেবিলে কিছু লাল রঙের ট্যাবলেট সাজিয়ে রেখে ছবি তোলা হয়েছিল বলে দাবি করেন সমর চৌধুরী। এরপর তাকে ইয়াবা ও অস্ত্র মামলার আসামি করা হয়। সমর চৌধুরীকে আটক করা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় তখন।

গত বছরের ১২ জুন জামিনে মুক্তি পাওয়ার পর সমর চৌধুরী অভিযোগ করেছিলেন এসআই আরিফুর রহমান ও এসআই আতিকউল্লাহ নেতৃত্বে বোয়ালখালী থানার একটি দল তাকে থানায় ধরে নিয়ে যায়। ওসি হিমাংশু দাশ রানার নির্দেশে তাকে ‘ক্রসফায়ার’ দিয়ে মেরে ফেলার চেষ্টা ও থানায় নির্যাতনের অভিযোগ করেন সমর।

এদিকে সমরকে আটকের ঘটনায় জড়িত বোয়ালখালী থানার ওসিসহ পুলিশ সদস্যদের ইতিমধ্যে প্রত্যাহারও করা হয়। সমরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে (পিবিআই) সমপ্রতি প্রতিবেদন দাখিল করে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন