কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের চকরিয়ায় অভিযানকালে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান আসামি মোহাম্মদ রাকিব (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে চকরিয়ার বরইতলীর হাফালিয়াপাড়া এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
গ্রেফতারকৃত রাকিব বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মোহছেনিয়াকাটা (হাফালিয়াকাটা মোড়াপাড়া) গ্রামের রশিদ আহমদের ছেলে।
এর আগে ২৬ এপ্রিল রাতে রাকিবকে প্রধান আসামী করে ৩০ জনের নাম উল্লেখসহ আরও ২০জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে। প্রথমদিন নারীসহ ১৫জনকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সর্বশেষ প্রধান আসামী রাকিবকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি। এ নিয়ে এ মামলায় ১৬জন গ্রেফতার হলো।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, গত মঙ্গলবার রাতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল হাসানের নেতৃত্বে একদল পুলিশ আসামী ধরতে অভিযানে যায় মহছনিয়াকাটা এলাকায়। এসময় রাকিবকে অস্ত্রসহ দেখতে পেয়ে আটক করতে চেষ্টা চালালে তার ডাকে ৪০-৫০ জন নারী-পুরুষ মিলে পুলিশের উপর হামলায় চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তিন পুলিশকে কুপিয়ে জখম করা হয়। এতে এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুনের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
তিনি আরো জানান, হামলার ঘটনা জানতে পেরে চকরিয়া থানার ওসির নেতৃত্বে শতাধিক পুলিশ অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং হামলার সাথে জড়িত নারীসহ ১৫জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদি হয়ে চকরিয়া থানায় দায়ের করা মামলাটি তদন্ত করছেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি (পরিদর্শক) কাউছার হামিদ।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত রাকিব পলাতক ছিল। তাকে গ্রেফতার করতে বিভিন্ন সোর্স লাগানো হয়। বুধবার দিনগত রাত দেড়টার দিকে রাকিব সিএনজি করে বাড়ি ফেরে। এসময় তাকে গ্রেফতার করা হয়। তার কথামত বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়।
ওসি আরো বলেন, রাকিব বাড়িতে রাখা অবৈধ অস্ত্র সরিয়ে রেখে গা-ঢাকা দিতে বাড়ি ফিরছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পুলিশের উপর হামলার ঘটনায় একটি ও অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।













