২৪ অক্টোবর ২০২৫

পুলিশ পরিচয়ে ছিনতাই—চাকরিচ্যুত কনস্টেবল ও রোহিঙ্গাসহ গ্রেফতার চার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকায় পুলিশ পরিচয়ের ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। গ্রেফতারকৃতদের মাঝে একজন চাকরিচ্যুত কনস্টেবলও রয়েছেন। এসময় ছিনতাইকৃত চারটি মোবাইল ও দুটি সিএনজি জব্দ করা হয়।

রোববার (৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।

গ্রেফতারকৃতরা হলো—সুনামগঞ্জের রতিস দাসের ছেলে নিরঞ্জন দাস (২৫), কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের শোয়াইবের ছেলে মো. সাদেক (২৩), কুতুপালং এলাকার মফিজ উদ্দিনের ছেলে শাহিন আলম (২০) ও মৃত নুরুল কবিরের ছেলে মো. আসলাম (২০)।

গ্রেফতারকৃতদের মধ্যে সুনামগঞ্জের নিরঞ্জন দাস চাকরিচ্যুত আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল। দুইবছর আগে তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানান ১৪ এপিবিএন অধিনায়ক।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানান, পুলিশ পরিচয় দিয়ে সুকৌশলে প্রতিনিয়ত মোবাইল ছিনতাইসহ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চোর চক্র। তাদের কবলে পড়ে নি:স্ব হয়েছে অনেকেই। সর্বশেষ গলায় ছুরি ধরে মোবাইল ছিনতাই ও পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে একজনের মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা।

ছিনতাইয়ের ঘটনায় মামলাও দায়ের করেন আবছার নামের একজন। তিনি বলেন, গত শুক্রবার আমার ভাগিনা হুজাইফা কুতুপালং দোকান থেকে আসার সময় মোবাইল ও ৭ হাজার টাকা হাতিয়ে নেয় নিরঞ্জন দাসসহ চক্রের সদস্যরা। এসময় তারা পুলিশ পরিচয় দিয়ে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

১৪ এপিবিএন অধিনায়ক জানায়, রবিবার সন্ধ্যায় ছিনতাই করতে পুলিশের মতো করে তল্লাশি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতারসহ চারটি মোবাইল ও দুটি সিএনজি জব্দ করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন