বাংলাধারা বিনোদন »
২০২১ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবিটি হচ্ছে ‘পুষ্পা: দ্য রাইজ’। শেষ পর্যন্ত বক্স অফিস থেকে ৩৬৫ কোটি রুপি আয় করে। কেবল ব্যবসায় নয়, ছবিতে আল্লু আর্জুনের অঙ্গভঙ্গি, গান হয়ে ওঠে পপ কালচারের জনপ্রিয় অনুষঙ্গ।
প্রযোজকেরা আগেই জানিয়ছিলেন, দ্বিতীয় কিস্তি হবে আরও বেশি বাজেটের; আয়োজন, অ্যাকশন—সবকিছুতেই প্রথমটিকে টেক্কা দেবে। অনুমিতভাবেই প্রথম কিস্তির ব্যাপক সাফল্যে দ্বিতীয়টির জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন আল্লু। সেটা এতটাই যে তিনি হতে যাচ্ছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
আল্লুর পারিশ্রমিক নিয়ে ‘পুষ্পা’র প্রযোজকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, ছবিটির জন্য ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু। নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর জন্য একই পারিশ্রমিক নিচ্ছেন।
কিছুদিন আগেই পূজার মাধ্যমে শুরু হয়েছে ‘পুষ্পা ২’-এর কার্যক্রম। ছবির বাজেট ৪৫০ কোটি রুপি। শিগগিরই শুটিং শুরু করবেন আল্লু আর্জুন।
শোনা যাচ্ছে, রাশমিকার সঙ্গে ‘পুষ্পা ২’-এ যুক্ত হয়েছেন সাই পল্লবী। এ ছাড়া দ্বিতীয় কিস্তিতে আরও বড় ভূমিকায় দেখা যাবে মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা ২’-এর কিছু দৃশ্যের শুটিং হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।













