বাংলাধারা ডেস্ক »
পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে স্লোগানে উত্তাল জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস। ক্লাস বর্জন করে সংসদ সদস্যের বাড়ির সামনে করেছে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২২ ডিসেম্বর) টানা ৬ষ্ঠ দিনের মতো ক্লাস বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন-বিক্ষোভ করলো। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে মিছিল নিয়ে।
মিছিলটি বকুলতলার সংসদ সদস্য মির্জা আজমের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা মানবপ্রাচীর তৈরি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা বিক্ষোভ চলাকালে প্রধান সড়কে বন্ধ হয়ে যায় যানবহন চলাচল। এ সময় পোস্ট অফিসের পেছনের লিংকরোড দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে ট্রাফিক পুলিশ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০১৪ সাল থেকে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের যাত্রা শুরু হলেও পূর্ণাঙ্গ ক্যাম্পাস এখনও চালু হয়নি। জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন ভবনে অস্থায়ীভাবে ক্লাস চলছে। নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের কাজ ধীর গতিতে চলায় পাঁচ বছরেও পূর্ণাঙ্গ ক্যাম্পাসে শুরু হয়নি মেডিকেলের কার্যক্রম। এতে লেখাপড়ায় নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানায় তারা।
মেডিকেল কলেজের প্রিন্সিপাল এএসএম সালেহ জানান, এ বিষয়ে নির্মাণাধীন মেডিকেল কলেজের প্রজেক্ট ডিরেক্টর ভালো বলতে পারবেন। আমি প্রতিদিনই এ বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছি। শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান হবে।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন ৫ম বর্ষের ছাত্র নাহিদ হাসান ভূঁইয়া, মাহমুদুল হাসান মিঠুন, ইখতিজা দ্বীপ, ৪র্থ বর্ষের ছাত্র আহসান হাবীব, রাফিউল ইসলাম রিয়ান, ৩য় বর্ষের ছাত্র কাভি সিকান্দার আলম, সারোয়ার জাহান প্রমুখ।
প্রসঙ্গত, ১৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ক্যাম্পাসের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছে। সূত্র : বাংলাদেশ জার্নাল
বাংলাধারা/এফএস/টিএম/এএ













