১৬ ডিসেম্বর ২০২৫

পৃথক দুটি অভিযানে মাদকসহ গ্রেফতার তিন

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর চকবাজার ও কোতোয়ালী থানার দুটি পৃথক অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীসহ ১৬২৯ পিস ইয়াবা ও ১১০ লিটার চোলাইমদ ঊদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন রবিদাশ কলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১০ লিটার চোলাইমদ সহ দুইজনকে আটক করে চকবাজার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা ব্যক্তি হলেন চকবাজার থানাধীন রবিদাশ কলোনীর মৃত পুলিন দাশের ছেলে রান্টু দাশ (২৫) এবং একই এলাকার মৃত উপেন্দ্র চন্দ্র বণিকের ছেলে কৃষ্ণ বণিক (৫৫)।

অন্যদিকে বৃহস্পতিবার (১২ আগস্ট) মধ্যরাতে নগরীর কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬২৯ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে কোতোয়ালী থানার একটি দল।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন টেকনাফের শাপলাপুর ইউনিয়নের নজির আহম্মদের ছেলে আব্দুর রহিম (২৪)।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী ও চকবাজার থানায় মামলা দাখিল করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ