৪ নভেম্বর ২০২৫

‘পেঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না’: হোটেলে নোটিস

বাংলাধারা ডেস্ক »  

সময় বদলে গেছে। হোটেলে নোটিস  সাঁটানো হয়েছে পেঁয়াজ চাহিয়া লজ্জা দেবেন না। এক সময় লেখা থাকতো ধার চেয়ে লজ্জা দেবেন না।  সে স্থানটি দখল করেছে পেঁয়াজ। সাদা কাগজে বড় হরফে লেখাটা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।

নোটিসটি কোথায় সাঁটানো হয়েছে? কলকাতার বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে নওদাপাড়া রেলগেট লাগোয়া একটি পাইস হোটেলে, ক্যাশ কাউন্টারের ঠিক পাশে।

যা দেখে অনেকেই বলছেন, ‘আগে হোটেলে ঢুকলেই না চাইতেই হাজির হয়ে যেত নুন, পেঁয়াজ, লেবু, লঙ্কা। কোনও অতিরিক্ত পয়সা লাগত না। এখন এমন দিনও দেখতে হচ্ছে!’

হোটেলের মালিক বাবুলাল দে বলছেন, ‘কী করব বলুন? গত সপ্তাহ থেকে পেঁয়াজ সেঞ্চুরি হাঁকিয়েছে। এ দিনও ১২০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। ফলে রান্নার কাজে ছাড়া পেঁয়াজ দেওয়া যাচ্ছে না। তাই কেউ চাওয়ার আগেই নোটিস সাঁটিয়ে দিয়েছি।’

জাতীয় সড়ক লাগোয়া ওই হোটেলে প্রতিদিন প্রায় ৬০০ লোকজন খাওয়াদাওয়া করেন।

প্রতিদিন প্রায় ২৫ কেজি করে পেঁয়াজ লাগত। কিন্তু দাম বাড়তেই পেঁয়াজের ব্যবহার এখন আট কেজিতে নেমে এসেছে। বাবুলাল বলছেন, ‘গরম ভাতের থালায় কিংবা তরকা-রুটির সঙ্গে এত দিন পেঁয়াজ লঙ্কা, শশা দিতেই হত। এখন শশা কিংবা মুলো দিয়ে মেকআপ দিচ্ছি। অনেকে এতে বিরক্ত হচ্ছেন। কিন্তু কিছু করার নেই।’

সূত্র : আনন্দবাজার

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন