জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারের পেকুয়ায় বানৌজা সড়কে লোকাল পরিবহন মিশুক গাড়ি খাদে পড়ে প্রাণ হারায় মো. মুনতাকির (৫) নামের এক শিশু। এসময় গুরুত্বর আহত হয়েছেন শিশুটির মা শাহেদা বেগম টুম্পা।
বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) দুপুরে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বানৌজা সড়কের পশ্চিম গোঁয়াখালী ফতেয়আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত-শিশু মুনতাকির (৫) মগনামা ইউপির বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিমের ছেলে।
নিহতের নিকটাত্মীয় আনছার কামাল বলেন, বৃহস্পতিবার সকালে মা-ছেলে ডাক্তার কাছে যান। শিশুটির মা ডাক্তার দেখানোর শেষে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্য মিশুক গাড়ীতে উঠেন। তাদের বহনকারি গাড়িটি ঘটনাস্থল মাতব্বর পাড়ায় পৌঁছলে, হঠাৎ খাদে পড়ে উল্টে যায়। এসময় শিশু মুনতাকির ঘটনাস্থলে মারা যান আর মা টুম্পা গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লাইফ কেয়ার হসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী বলেন, মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত মা।













