২৪ অক্টোবর ২০২৫

পেকুয়ায় পুকুর থেকে প্রতিবন্ধীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি»

কক্সবাজারের পেকুয়ায় পুকুর থেকে আবু বক্কর (২২) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী টেকপাড়াস্থ আব্দু ছমদের পুকুর থেকে মৃতদেহটি  উদ্ধার করা হয়।

 আবু বক্কর (২২) সদর ইউনিয়নের সাবেকগুলদী টেকপাড়াস্থ কামাল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সিকদার জানান, ভোরে নুর জাহান নামে এক গৃহবধু পুকুরে ওযু করতে গেলে আবু বক্করের ভাসমান লাশ দেখতে পায়। এ সময় বাড়ির অন্য সদস্যরা এসে পুলিশকে খবর দেয়।

তিনি আরো বলেন, আবু বক্কর মানসিক প্রতিবন্ধি। গত সোমবার থেকে সে নিখোঁজ হন। স্বজনেরা এসে নিহতের লাশ সনাক্ত করে।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন