২৪ অক্টোবর ২০২৫

পেকুয়ায় লবণের খালি গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার :::

কক্সবাজারের পেকুয়ায় লবণ রাখার গর্তে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে রাজাখালী ইউপির মৌলভী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. শামিম (৫) রাজাখালী ইউপির মৌলভীপাড়া এলাকার মো. রানার ছেলে। তিনি ঢাকার একটি ক্যাম্পে আনসার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শিশুর চাচা মো. বেলাল উদ্দিন বলেন, বাড়ি সংলগ্ন লবণ চাষের জমি রয়েছে। ওখানে লবণ রাখার জন্য গর্ত করা হয়েছিল। বৃষ্টির কারণে ওই গর্ত গুলোতে পানি ভর্তি হয়ে আছে। চাচাতো ভাইয়ের ছেলে শামিম পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে গর্তে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে মৃত অবস্থায় গর্তে পাওয়া যায়।

রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, এটি চরম মর্মান্তিক ঘটনা। তার পিতা এখনো ঢাকায় চাকরিতে রয়েছে। পিতার সাথে কথা বলে দাফনের ব্যবস্থা করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন