৪ নভেম্বর ২০২৫

পেছাল গ্রন্থমেলা, শুরু হবে ২ ফেব্রুয়ারি

বাংলাধারা ডেস্ক »

অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা শুরু হবে আগামি ২ ফেব্রুয়ারি থেকে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

মেলা পেছানো প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, এবার ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে দেয়া হয়েছে। ২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারিখ পরিবর্তন ছাড়া বাকি আয়োজনে তেমন কোনো পরিবর্তন নেই।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকেল ৫টার থেকে সবার জন্য খুলে দেয়া হবে গ্রন্থমেলা। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মদিবসগুলোতে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিনগুলোতে মেলা খুলবে সকাল ১১টায়। আর ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা।

প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থ মেলার আসর বসে। দেশি বিদেশি নানা বইয়ের সমাহার ঘটে এ মেলায়। প্রতিদিনই প্রকাশিত হয় নতুন নতুন বই।

চেতনা, গৌরব, আত্মত্যাগ ও ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে মাসব্যাপী চলা একুশে গ্রন্থমেলা শুরু হয়। এই দিনেই  মেলার উদ্বোধন করে থাকেন বাংলাদেশের সরকার প্রধান।এ বছরও ১ ফেব্রুয়ারি থেকেই গ্রন্থমেলা শুরুর সবকিছু চূড়ান্ত ছিল। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নিয়ে জটিলতা শুরু হয় । এরই জের ধরে মেলা  পেছাতে হলো।এর আগে সরস্বতী পূজার কারণে সিটি নির্বাচনের ভোটের তারিখ পেছানো হয়। সেইসঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ