বাংলাধারা প্রতিবেদন »
এ যেন তৃণমূলে বাড়ছে মনবল, তাই কোন কোন গণসংযোগে আসলেই গণমানুষের ঢল।আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ক্রমেই বেড়ে চলেছে আগ্রহ এবং প্রত্যাশা। তাই নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী জনাব আবদুস সবুর লিটন মাদক নির্মূল সহ পেশাজীবী মানুষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে ২৫ নং রামপুর ওয়ার্ডের বৈশাখী মাঠ প্রাঙ্গন হতে নোয়াপাড়া, চিনা সুলতান বাড়ি হয়ে পার্শ্ববর্তী এলাকাগুলো প্রদক্ষিণ করে। এ সময় গণমানুষ তৃণমূলের অংশগ্রহণের সংযোগস্থল কানায় কানায় ভরে ওঠে। গণমানুষের দৃঢ় সমর্থন ভালোবাসায় প্রার্থী এসময় সিক্ত হন।
ওয়ার্ডের খেটেখাওয়া তৃণমূলের গণমানুষ আব্দুস সবুর লিটনের পক্ষে তাদের পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন। আর এই সমর্থনে তরুণ এবং নারী ভোটাররাও পিছিয়ে নেই। তারা মনে করছেন তাদের এই মনোনীত প্রার্থীর হাত ধরেই ওয়ার্ডের আধুনিক বিনির্মাণ সম্ভব। এলাকার পেশাজীবী ও তরুণ সমাজ মনে করেন তারুণ্যনির্ভর এই প্রার্থীর হাত দিয়ে এলাকাকে ঢেলে সাজানো সম্ভব।
ভোটারদের লক্ষ্য করে আবদুস সবুর লিটন বলেন, বঙ্গবন্ধু কন্যা আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিতে চান। তাই ২৭ জানুয়ারি নৌকা মার্কায় রেজাউল করিম চৌধুরীকে এবং টিফিন ক্যারিয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

আওয়ামী লীগ জনগণের কল্যানের রাজনীতি করে উল্লেখ করে আবদুস সবুর লিটন বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করি। চট্টগ্রামের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমি জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামে মূখর ছিলাম। জলাবদ্ধতা, দখল, দূষণ রোধ এবং নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি নিশ্চিত করার দাবী নিয়ে সোচ্চার ছিলাম, এখনো আছি। পরিবেশ সংরক্ষনের জন্য আন্দোলন করেছি। শিক্ষার সুযোগ ও উন্নয়নের দাবীতে সোচ্চার থেকেছি। খেলাধূলা, সংস্কৃতির বিকাশ ও স্বাস্থ্য সেবার মান ও পরিধি বৃদ্ধি নিয়ে দাবীর কথা বলি।
তিনি আরও বলেন, করোনা কারণে কর্মহীন মানুষের ঘরে ঘরে যথাসাধ্য সহায়তা পাঠাতে সচেষ্ট ছিলাম। ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করেছি। আমি মানুষকে ভালোবাসি। আমার জন্য দোয়া করবেন যেন সারাজীবন যাতে এভাবে ভালোবেসে যেতে পারি। টিফিন ক্যারিয়ার মার্কায় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার আরও সুযোগ দিন।

এসময় রামপুরহাটের ফকির গলি থেকে স্থানীয় নেতাকর্মীরা জনাব আব্দুস সবুর লিটনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা সিক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তাজু, জাফর আহমেদ, আবদুল কাদের, রুবেল আহ্মেদ এবং মোহাম্মদ রাকিব উদ্দীন সহ আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বাংলাধারা/এফএস/এআর













