৩০ অক্টোবর ২০২৫

পেশাদার গাড়ি চালকদের তামাকনিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন

বাংলাধারা প্রতিবেদন »

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক পরিচালিত ‘পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায়’ চালকদের তামাকনিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ও স্থায়িত্বশীল উন্নয়নের জন্য ‘ইপসা’র সহযোগিতায় নগরীর বায়েজিদে অবস্থিত বিআরটিএ ট্রেনিং সেন্টারে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বিআরটিএ’র মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়ার সহযোগিতায় প্রশিক্ষণে পেশাদার গাড়ি চালকদের মধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্যক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ইপসা’র মিডিয়া ম্যানেজার সৈয়দ মোহন উদ্দিন।

এ সময় প্রায় শতাধিক পেশাদার গাড়ি চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্যক্ষতি বিষয়ক ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে পরিচালিত ইপসা’র পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনের অবস্থা শীর্ষক জরিপের তথ্য অনুযায়ী নগরীর ৮৫ শতাংশ পাবলিক বাসে ধূমপান হয়। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের চিত্র পাওয়া গেছে ১০০ শতাংশ পাবলিক বাসে। তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সকল পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধূমপান হতে বিরত থাকার সতর্কতামূলক নোটিশ বাধ্যতামূলক করা হলেও নগরীর শতভাগ পাবলিক বাসে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সতর্কতামূলক নোটিশ পাওয়া যায়নি।

এসব বিষয়কে বিবেচনায় রেখে গণপরিবহনকে তামাকমুক্ত করতে বিআরটিএ কর্তৃক পরিচালিত সাপ্তাহিক এ কর্মশালায় প্রতি শনিবার এ চালকদের তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে অবহিত হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন