৩০ অক্টোবর ২০২৫

পোমরা ইউনিয়ন যুবলীগের নেতৃত্বে মহিন-সাব্বু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের তিন সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মো. মহিন উদ্দিনকে সভাপতি, আসিফুর করিমকে (সাব্বু) সাধারণ সম্পাদক ও সাজ্জাদ হোসেন চৌধুরীকে (নাচু) সহ-সভাপতি করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার (আরজু) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস স্বক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আংশিক কমিটিকে ১৫ (পনের) দিনের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগ শাখা বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে দীর্ঘ ১০ (দশ) বছর পর গত ২৪ মার্চ পোমরা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেসময় পোমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন, মোট ১৬ জন নেতাকর্মী ফরম জমা দিয়েছিলেন।

আরও পড়ুন