চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পোলট্রি ফার্মে আগুন লেগে পুড়ে গেছে ১২শত মুরগি।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কধুরখীল স’মিলস এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি ফার্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুরগীর ফার্মটি পুড়ে গেছে। ফার্মে প্রায় ১২ শত মুরগী ছিল বলে জানা গেছে। আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ কামাল হোসাইন জানান, ফার্মে ১২শত মুরগী ছিল। ফার্মসহ সব মুরগী পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি পুড়ে যাওয়া মুরগীগুলোর দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে তাৎক্ষণিকভাবে মাটিচাপা দিতে পরামর্শ ও সহযোগিতা করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ফার্মের মালিককে আর্থিক সহায়তা করা হবে বলে জানান তিনি।













