২৮ অক্টোবর ২০২৫

পোশাকশিল্পের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর: বাণিজ্যমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদক»

বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী বলেছেন, ‘জাতীয় আর্থ-সমাজিক উন্নয়নসহ কর্মসংস্থান ও জাতীয় রপ্তানিতে পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অবদান বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পোশাক শিল্পের সমস্যা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশনা রয়েছে।’

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নগরীর হোটেল রেডিসনে বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় পোশাক শিল্পের সাথে কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি এ’শিল্পে বিরাজমান সমস্যাদি দ্রুত সমাধানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত করা হবে বলেও বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি (অর্থ) জনাব মোহাম্মদ নাসির প্রমুখ।

বৈঠকে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকারের দূরর্দশী নেতৃত্বে সমাপ্ত অর্থবছরে বাংলাদেশ ৫০ বিলিয়ন রপ্তানি আয়ের মাইল ফলক অতিক্রম করেছে। কিন্তু বর্হিঃবিশ্বে জ্বালানি সংকটের কারণে দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পোশাক শিল্পের উৎপাদন খাতে খরচ বৃদ্ধিতে রপ্তানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, পক্ষান্তরে বিদেশী ক্রেতাগণ পোশাকের মূল্য বাড়াচ্ছে না। তাই আমাদের রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে আভ্যন্তরিন খরচ কমানোর লক্ষ্যে রপ্তানির বিপরীতে সোর্স ট্যাক্স ১% থেকে কমিয়ে ০.৫০% করার জন্য বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।’

বিদ্যমান অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে কাস্টমস্ কর্তৃক সৃষ্ট H.S Code বিষয়ক জটিলতা নিরসন ও ভ্যাট কর্তৃপক্ষের হয়রানী বন্ধে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পকে সম্পূর্ণরূপে ভ্যাটের আওতামুক্ত রাখার বিষয়ে তিনি মাননীয় বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন