বাংলাধারা প্রতিবেদক »
বিজিএমএ-এসইআইপি প্রজেক্ট’র ‘ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড লিন ম্যানুফ্যকচারিং সিস্টেম’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামস্থ বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
বিজিএমএ-এসইআইপি প্রজেক্ট’র পরিচালক ইনচার্জ এম. এহসানুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন NGO & SEDF AFFAIRS বিষয়ক স্থায়ী কমিটির সদস্যসহ চট্টগ্রামস্থ বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা।
এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মাধ্যমে অর্জিত আমাদে এ স্বাধীন দেশকে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের সহিত আমরাও সহযাত্রী। দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে পোশাক শিল্পের বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রশিক্ষিত জনবলের কোন বিকল্প নাই।
তিনি জীবন ও জীবিকার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি এবং কর্মকৌশল সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োগের মাধ্যমে রপ্তানিতে সক্ষমতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমরা যদি দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারি, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশাল অবদান রাখবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
বিজিএমইএ’র পরিচালক ও NGO & SEDF AFFAIRS কমিটির পরিচালক ইনচার্জ এম. এহসানুল হক বলেন, বর্তমানে তৈরি পোশাক শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে। এখান থেকে উত্তরণে আমাদেরকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।
তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান স্ব স্ব প্রতিষ্ঠানে প্রয়োগ করে সক্ষমতা বৃদ্ধি ও অন্যান্য সহকর্মীদেরকে প্রশিক্ষিত করার আহ্বান জানান। ভবিষ্যতে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের আওতা আরো বৃদ্ধি করা হবে মর্মে তিনি জানান।
বিজিএমইএ’র সি. অতি. সচিব (অফিস ইনচার্জ) মো. মহসিন চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উল্লেখ্য, এই প্রকল্পের অধীনে পোশাক শিল্প প্রতিষ্ঠানের গরফ খবাবষ কর্মকর্তাদের জন্য অত্যন্ত আবশ্যকীয় হিসেবে নিম্নোক্ত ট্রেনিং কোর্সসমূহ অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে।













