বিনোদন ডেস্ক »
পোশাক নিয়ে নিজের মা, বোন বা প্রেমিকাকে জ্ঞান দিতে বললেন উরফি জাভেদ। এক সময়ের বিগবস প্রতিযোগী উরফি জাভেদ। তিনি যতটা না আলোচিত তার কাজের জন্য তার চেয়েও বেশি আলোচনায় থাকেন তার অদ্ভুত পোশাকের জন্য। কিন্তু তিনি চাননা তার পোশাক নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য করা হোক।
বলিউডের এই উঠতি অভিনেত্রী তার অভিনয় প্রতিভার জন্য নন বরং তার পোশাকের জন্যই প্রায়ই হয়ে থাকেন খবরের শিরোনাম। তিনি ইতিবাচক হোক বা নেতিবাচক প্রায়ই আলোচনায় থাকেন। অনেক সমালোচক এটাও বলেন যে কাজ না পেয়ে খবরের শিরোনামে থাকার জন্যই এস পোশাক পরে থাকেন উরফি। কিন্তু এবার এই আলোচিত সমালোচিত অভিনেত্রী নিজেই জানিয়ে দিলেন তিনি চান না তার পোশাক নিয়ে কোনো প্রকার মন্তব্য করা হোক।

একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় কোনো মন্তব্য কানে আসায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘পোশাক নিয়ে জ্ঞান নিজের বাড়ির মা-বোন-প্রেমিকাকে গিয়ে দিবেন, আমাকে দিতে আসবেব না, আমার পোশাক নিয়ে আর একটা বাজে মন্তব্য ও আমি শুনতে চাইনা, নাহলে ছবি তুলতে দেবো না।’
‘ঝলক দিখলা যা ১০’ -এর মিউজিক প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উরফি জাভেদও। সবসময়ের মতো এবারও খোলামেলা পোশাকই পরেছিলেন তিনি। তাকে জলপাই রঙের খাটো একটি পোশাকে দেখা যায়। পোশাকের বক্ষ আবরণী ছিল খুবই সীমিত। পিঠ পুরোটাই উন্মুক্ত। তারপরও এই পোশাকটি উরফির পরা অন্যান্য পোশাকের তুলনায় ‘কিছুটা জাতের’ বলে মনে মন্তব্য করেছিলেন এক চিত্র সাংবাদিক। সেই মন্তব্য উরফির কানে যেতেই রেগে আগুন হয়ে যান উরফি।

তিনি মঞ্চেই রেগে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আমার পোশাক নিয়ে মন্তব্য শুনতে এখানে আসিনি। যদি জ্ঞান দিতেই হয় নিজের বাড়ির মা-বোন-প্রেমিকাকে গিয়ে দিন।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সবসময় এত রেসপেক্ট দেখিয়েছি, কিন্তু বদলে আপনারা আমাকে এসব দিচ্ছেন?’
উল্লেখ্য, আলোচিত সমালোচিত এই অভিনেত্রী বিগবসের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন। এরপর তার অদ্ভুত খোলামেলা পোশাকের জন্য সবসময়ই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।













