২ নভেম্বর ২০২৫

পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়াতে সুবিন্যস্ত বন্ড পরিষেবার আহবান বিজিএমইএ’র

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর জন্য কাস্টম বন্ড-সম্পর্কিত পরিষেবাগুলোতে গতি আনয়ন এবং সহজীকরণের জন্য চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটকে অনুরোধ করেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ এর একটি প্রতিনিধিদল চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ে কাস্টমস বন্ড কমিশনার এ. কে. এম. মাহবুবুর রহমান সঙ্গে বৈঠককালে এ আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), পরিচালক এম. এহসানুল হক, সাবেক পরিচালকগন হেলাল উদ্দিন চৌধুরী, অঞ্জন শেখর দাস, খন্দকার বেলায়েত হোসেন, এবং মোহাম্মদ আতিক, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ট্রেড ফেয়ার এর চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ক্যাশ ইনসেনটিভ এর চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার কামনাশীষ, যুগ্ম কমিশনার মোঃ মিজানুর রহমান, উপ কমিশনার তপন চন্দ্র দে, উপ কমিশনার সুমন চাকমা এবং উপ কমিশনার মোহাম্মদ কাওসার আলম পাটওয়ারি।

বৈঠকে বন্ড-সম্পর্কিত পরিষেবাগুলোর ক্ষেত্রে পোশাক খাতের চ্যালেঞ্জসমূহ এবং উদ্বেগের ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বৈশ্বিক বাজারে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন যে, এই সম্ভাবনা কাজে লাগাতে সহজীকরণকৃত বন্ড পরিষেবাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় তিনি কাস্টমস বন্ড পদ্ধতিগুলোর জটিলতাগুলো দূরীকরণ এবং সেবা প্রদানে বিলম্বের কারনগুলো সমাধান করার উপর জোর দিয়ে বলেন, কাস্টমস বন্ড পদ্ধতিগুলোকে সুবিন্যস্ত করা হলে তা লিড টাইম সংক্ষিপ্ত করবে এবং বিশ্ব বাজারে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে।

বৈঠকে উভয় পক্ষই পোশাক খাতের ব্যবসার উন্নয়নের লক্ষ্যে আরও অনুকূল পরিবেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ