পোশাক শিল্পে স্বাভাবিক ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন বিজিএমইএ’র সাথে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক, নব-নির্বাচিত পরিচালক সর্বজনাব আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহিদ উল্লাহ, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ বিপিএম, পিপিএম উপস্থিত ছিলেন।
বৈঠকে পোশাক শিল্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।













