১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটিতে চট্টগ্রাম নগরীর রামপুর ওয়ার্ডবাসী এতোদিন নিজের ওয়ার্ডে শহীদ মিনারের অভাবে শ্রদ্ধা নিবেদন করতে না পারলেও আজ রামপুরের বাসিন্দারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নিজ ওয়ার্ডে প্রতিষ্ঠিত শহিদ মিনারে। আজ সকালে নগরীর ঈদগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ একর জমিতে ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের নিজস্ব অর্থায়নে তৈরী শহিদ মিনার ও বঙ্গবন্ধু মুরাল উদ্বোধন করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর শিক্ষা উপমন্ত্রী নওফেল ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন নেতাকর্মীদের নিয়ে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্তস্তবক অর্পণ করেন।

শহিদ মিনার ও ম্যুরাল উদ্বোধন শেষে কাউন্সিলর আবদুস সবুর লিটনের ব্যক্তিগত উদ্যোগে শহিদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রতিষ্ঠা করায় আবদুস সবুর লিটনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ব্যারিষ্টার নওফেল বলেন, বিজয়ের মাসে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুকে ভালোবাসবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। এই শতবর্ষী স্কুলটিতে এতোদিন শহিদ মিনার ছিলোনা। আজ সে অভাব পূরণ হয়েছে। স্থানীয় সবাই মিলে স্কুলটির অবকাঠামো উন্নয়নেও এভাবে এগিয়ে আসতে হবে।
এসময় চসিকের ১ নং প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন বলেন, এ রামপুর ওয়ার্ডের মধ্যে কোন শহীদ মিনার ছিলোনা। বিভিন্ন দিবসে অনেক দূরে গিয়ে এ এলাকার মানুষজন ফুল দিতো। মানুষ যাতে নিজ ওয়ার্ডেই শ্রদ্ধা নিবেদন করতে পারে সেজন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস।













